১১ দিন ধরে জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ওপরেই রয়েছে। পানি কমছে অত্যন্ত ধীরগতিতে। এখনো বইছে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে। এর ফলে বাড়িঘর, মাঠ, রাস্তাঘাট কোনো জায়গা থেকেই পানি নামেনি। জেলার প্রায় ১০ লাখ মানুষ এখনো পানিবন্দী। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় খাবারের সংকটসহ নানা দুর্ভোগে রয়েছে বানভাসি মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১১ সেন্টিমিটার কমে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পানি কমার ধরন অন্যবারের থেকে আলাদা। খুব ধীরগতিতে পানি কমছে। যেটুকু পানি কমছে, তাতে বন্যা পরিস্থিতি ঠিক আগের মতোই রয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, দ্বিতীয় দফার বন্যায় ৭টি উপজেলার ৫৯টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। একই সঙ্গে ৮টি পৌরসভাও বন্যাকবলিত হয়েছে। ওই ইউনিয়ন ও পৌরসভার ৬৭৭টি গ্রামের ৯ লাখ ৯৪ হাজার ৭০৭ জন মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। ইতিমধ্যে ৯ হাজার ১৮৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের।