গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে খোঁয়াড় থেকে ডিম নেয়ার সময় সাপের কামড়ে কোহিনুর বেগম (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনার খবর পেয়ে জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ওঝা আবু ছালেক মিয়া ঘটনাস্থলে আসেন। পরে খোয়ারে থাকা একটি গর্ত খুড়ে সাপটি বের করা হয়।
ধাপেরহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা বলেন, এ ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে সবার সাবধান হওয়া দরকার।