নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশার করা মামলার অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন হিরো আলম। তাকে মানসম্মান নষ্ট করার জন্যই এই মামলা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আজ শুক্রবার বিকালে সাংবাদিকদের আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম এসব কথা বলেন।
হিরো আলম বলেন, ‘এ মামলার পিছনে বাংলাদেশ চলচিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের ইন্ধন রয়েছে। তাঁর সঙ্গে শত্রুতার কারণে আমার বিরুদ্ধে মিথ্য মামলা করা হয়েছে। মামলায় বলা হয়েছে, আমার কাছে এক বছর আগে ১৫ হাজার টাকা পাবে, মামলা করা হয়েছে এক বছর পর। বাদী এক বছরেও সেই টাকা কেন চায়নি? এতেই বুঝা যায় মামলাটি পরিকল্পিত। আমি আইনগতভাবে মোকাবিলা করবো ও মিথ্যা মামলা প্রমাণিত হলে আমি মানহানির মামলা দায়ের করবো।’