মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর থেকে বৃদ্ধ ও বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- কালা দাস (৭৫) ও পুষ্প রানী শিকদার (৬৫)।
মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার শাখারপাড়-বিশ্বমবরদী ব্রিজের ওপর থেকে কালা দাস ও মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রাম থেকে পুষ্প রানীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কালা দাস রাজৈর উপজেলার পার্শ্ববর্তী শ্রীনদী গ্রামের আকুন চন্দ্র দাসের ছেলে ও পুষ্প রানী মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের সিস্টা শিকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার পার্শ্ববর্তী শ্রীনদী গ্রামের কালা দাস পারিবারিক কলহের কারণে সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে স্থানীয়রা তার মরদেহ ওই ব্রিজের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
রাজৈর থানার ওসি শেখ সাদী বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি– অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের সিস্টা শিকদারের স্ত্রী মানসিক ভারসাম্যহীন পুষ্পা রানী শিকদার সোমবার গভীর রাতে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই মো. মিরাজ হোসেন খান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।