আপিল বিভাগের ফাঁসির রায় পুন:র্বিবেচনা চেয়ে রবিবার রিভিউ পিটিশন দাখিল করবেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়া সাপেক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ দায়ের করা হবে। ইতিমধ্যে রিভিউ আবেদন প্রস্তুত করা হয়েছে। এতে আপিল বিভাগের রায় বাতিল চাওয়া হয়েছে ১৪টি আইনগত যুক্তিতে।
এ প্রসঙ্গে তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির বলেন, আপিল বিভাগের নকল শাখা আজ আমাদের রায়ের অনুলিপি দেবেন বলে জানিয়েছেন। অনুলিপি পেয়েই আজই রিভিউ পিটিশন দাখিল করব।
রংপুর অঞ্চলে হত্যা, গণহত্যাসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার আপিল খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রাখে। সবোর্চ্চ আদালতের ওই রায় পুন:র্বিবেচনা চেয়ে আজ আবেদন করবেন এই জামায়াত নেতা।