জয়পুরহাটে নতুন করে আরও সাতজন করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জয়পুরহাট জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩৮ জনে। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার ঢাকা থেকে ২৫৭টি নমুনা পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে সাতজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন আক্কেলপুর উপজেলার ও অপর তিনজন জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা।
জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা বলেন, করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত নতুন সাতজনের মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রাতিষ্ঠানিক আইসোলেশনের একজন কর্মকর্তা ও একজন বাবুর্চি রয়েছেন।