ঝিনাইদহে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১১৯ জনে। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, বুধবার সকালে যশোর ও কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১১১টি নমুনা পরীক্ষা প্রতিবেদন এসেছে। এর মধ্যে ১৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার তিনজন, কালীগঞ্জের তিনজন, শৈলকুপার চারজান, হরিনাকুন্ডুর দুজন, কোটচাঁদপুরের দুই ও মহেশপুর উপজেলার একজন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১১৯। এর মধ্য থেকে সুস্থ হয়েছেন ৪৩ জন।