দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭১ হাজার ৬৭৫ জন আক্রান্ত হলেন।
এই সময়ে মারা গেছেন আরও ৪৫ জন। মোট মৃত্যু হলো ৯৭৫ জনের।
দেশে একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার হিসাবে এটি সর্বোচ্চ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।