ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

নওগাঁয় বিচারক, চিকিৎসকসহ আরও ৬৪ জনের কোভিড শনাক্ত

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • ৬৯৭ পঠিত

নওগাঁয় নতুন করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুই বিচারক ও পাঁচজন চিকিৎসক রয়েছেন। আজ শনিবার দুপুরে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনজের-এ মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্ত হওয়া ৬০ জন নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮৬। এর আগে গতকাল শুক্রবার নওগাঁয় এক দিনে সর্বোচ্চ ৮৫ জনের করোনার সংক্রমণ ধরা পড়ে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩৮৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২০৫ জন। মারা গেছেন চারজন।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার ল্যাব ও বগুড়ার টিএমএসএস হাসপাতাল ল্যাব থেকে ৪৫৭টি নমুনা পরীক্ষার ফল ই-মেইলে আসে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার ল্যাবে পরীক্ষা হওয়া ৩৯২টি নমুনার মধ্যে ৬১ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে। তাঁদের মধ্যে একজন করোনা রোগীর দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ এসেছে। এ ছাড়া টিএমএসএস হাসপাতাল ল্যাবে পরীক্ষা হওয়া ৬৫টি নমুনার মধ্যে ৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত হওয়া ৬৪ জনের মধ্যে নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিয়া ও সিরাজুল ইসলাম রয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসকসহ ৫ জন, মহাদেবপুরে ৪ জন, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ ১৭ জন, বদলগাছীতে ১১ জন, পোরশায় ৪ জন, পত্নীতলায় ২ জন, রানীনগরে ১ জন ও নিয়ামতপুরে ১ জন রয়েছেন।

গতকাল ও আজ আসা ৭৩৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হলো। জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩৮৬ জনের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ নওগাঁ পৌর এলাকা। নওগাঁ পৌর এলাকায় এ পর্যন্ত ১৪০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন মুনজের-এ মুর্শেদ জানান, মেয়র নজমুল হকসহ কোভিড-১৯-এ নতুন আক্রান্ত ৬৪ জনের অধিকাংশের শরীরেই তেমন কোনো জটিল উপসর্গ নেই। তাঁদের সবাইকে বাড়িতে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থেকেই চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিডে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নওগাঁয় বিচারক, চিকিৎসকসহ আরও ৬৪ জনের কোভিড শনাক্ত

প্রকাশিত : ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

নওগাঁয় নতুন করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুই বিচারক ও পাঁচজন চিকিৎসক রয়েছেন। আজ শনিবার দুপুরে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনজের-এ মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্ত হওয়া ৬০ জন নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮৬। এর আগে গতকাল শুক্রবার নওগাঁয় এক দিনে সর্বোচ্চ ৮৫ জনের করোনার সংক্রমণ ধরা পড়ে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩৮৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২০৫ জন। মারা গেছেন চারজন।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার ল্যাব ও বগুড়ার টিএমএসএস হাসপাতাল ল্যাব থেকে ৪৫৭টি নমুনা পরীক্ষার ফল ই-মেইলে আসে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার ল্যাবে পরীক্ষা হওয়া ৩৯২টি নমুনার মধ্যে ৬১ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে। তাঁদের মধ্যে একজন করোনা রোগীর দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ এসেছে। এ ছাড়া টিএমএসএস হাসপাতাল ল্যাবে পরীক্ষা হওয়া ৬৫টি নমুনার মধ্যে ৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত হওয়া ৬৪ জনের মধ্যে নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিয়া ও সিরাজুল ইসলাম রয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসকসহ ৫ জন, মহাদেবপুরে ৪ জন, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ ১৭ জন, বদলগাছীতে ১১ জন, পোরশায় ৪ জন, পত্নীতলায় ২ জন, রানীনগরে ১ জন ও নিয়ামতপুরে ১ জন রয়েছেন।

গতকাল ও আজ আসা ৭৩৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হলো। জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩৮৬ জনের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ নওগাঁ পৌর এলাকা। নওগাঁ পৌর এলাকায় এ পর্যন্ত ১৪০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন মুনজের-এ মুর্শেদ জানান, মেয়র নজমুল হকসহ কোভিড-১৯-এ নতুন আক্রান্ত ৬৪ জনের অধিকাংশের শরীরেই তেমন কোনো জটিল উপসর্গ নেই। তাঁদের সবাইকে বাড়িতে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থেকেই চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিডে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে।