ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে কোভিডে আক্রান্ত জ্যেষ্ঠ নার্সের মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • ৭৫৩ পঠিত

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্সের (৫৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত করোনা আইসোলেশন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি করোনা পরিস্থিতির পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাসহ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।

ওই নার্সের পৈতৃক বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তাঁর স্বামীর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। তিনি নিঃসন্তান ছিলেন। তাঁর স্বামী জানান, লাশ রাজধানীর পোস্তাগোলায় সৎকার করা হবে।

এর আগে গত ২৬ মে নারায়ণগঞ্জে কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসক আমিনা খানের (৬৩) মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালের জ্যেষ্ঠ গাইনি চিকিৎসক হিসেবে ৪-৫ মাস আগে অবসর নেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আমীন জানান, গত ৩১ মে ওই নার্সের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে গত ৭ মে সাজেদা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, ‘করোনা পরিস্থিতির পর থেকে তিনি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আমরা তাঁর জন্য শোক প্রকাশ করছি।’

নারায়ণগঞ্জে এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসক, নার্স, জেলা প্রশাসনের কর্মচারীসহ ৯৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১৬ চিকিৎসক ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৩ হাজার ৮৩৮।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নারায়ণগঞ্জে কোভিডে আক্রান্ত জ্যেষ্ঠ নার্সের মৃত্যু

প্রকাশিত : ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্সের (৫৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত করোনা আইসোলেশন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি করোনা পরিস্থিতির পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাসহ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।

ওই নার্সের পৈতৃক বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তাঁর স্বামীর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। তিনি নিঃসন্তান ছিলেন। তাঁর স্বামী জানান, লাশ রাজধানীর পোস্তাগোলায় সৎকার করা হবে।

এর আগে গত ২৬ মে নারায়ণগঞ্জে কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসক আমিনা খানের (৬৩) মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালের জ্যেষ্ঠ গাইনি চিকিৎসক হিসেবে ৪-৫ মাস আগে অবসর নেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আমীন জানান, গত ৩১ মে ওই নার্সের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে গত ৭ মে সাজেদা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, ‘করোনা পরিস্থিতির পর থেকে তিনি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আমরা তাঁর জন্য শোক প্রকাশ করছি।’

নারায়ণগঞ্জে এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসক, নার্স, জেলা প্রশাসনের কর্মচারীসহ ৯৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১৬ চিকিৎসক ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৩ হাজার ৮৩৮।