কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্সের (৫৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত করোনা আইসোলেশন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি করোনা পরিস্থিতির পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাসহ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
ওই নার্সের পৈতৃক বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তাঁর স্বামীর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। তিনি নিঃসন্তান ছিলেন। তাঁর স্বামী জানান, লাশ রাজধানীর পোস্তাগোলায় সৎকার করা হবে।
এর আগে গত ২৬ মে নারায়ণগঞ্জে কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসক আমিনা খানের (৬৩) মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালের জ্যেষ্ঠ গাইনি চিকিৎসক হিসেবে ৪-৫ মাস আগে অবসর নেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আমীন জানান, গত ৩১ মে ওই নার্সের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে গত ৭ মে সাজেদা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, ‘করোনা পরিস্থিতির পর থেকে তিনি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আমরা তাঁর জন্য শোক প্রকাশ করছি।’
নারায়ণগঞ্জে এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসক, নার্স, জেলা প্রশাসনের কর্মচারীসহ ৯৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১৬ চিকিৎসক ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৩ হাজার ৮৩৮।