নড়াইলের লোহাগড়া উপজেলার গণ্ডব গ্রামে বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজাসহ ৩ জন নিহত হয়।
এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে তাদের লাশ কাঁধে নিয়ে ও ঝাড়ু হাতে করে সহস্রাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ হান্নান রুনু, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।
সমাবেশে এলাকাবাসী ঘটনার নেপথ্যের হোতা গন্ডব গ্রামের বাসিন্দা ডিআইজি (সিআইডি) শেখ নাজমুল আলম ও তার ভাইপো জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লবসহ জড়িতদের ফাঁসির দাবি জানান।
সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ দিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে ডিআইজি (সিআইডি) শেখ নাজমুল আলম বলেন, ঘটনার সঙ্গে আমার একটুও সম্পৃক্ততা নেই। আমার নামে অপপ্রচার করা হচ্ছে। বরং আমি এ হত্যায় জড়িতদের বিচার চাই।