রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়ল ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ঘাটের অদূরে চর কর্নেশন এলাকায় জয়নাল হালদারের জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে।
জয়নাল হালদার জানান, বন্যার পানি বৃদ্ধির কারণে গত কয়েক দিন তেমন মাছ ধরা পড়ছিল না। গতকাল রাতে তিনি সঙ্গীদের নিয়ে নদীতে জাল ফেলেন। গভীর রাতে পদ্মা নদীর ভাটিতে চর কর্নেশন এলাকায় জাল ফেললে পাঙাশ মাছটি ধরা পড়ে। সঙ্গে কয়েকটি ছোট মাছও জালে আটকা পড়ে। এত বড় পাঙাশ মাছ কয়েক বছরের মধ্যে তাঁর জালে ধরা পড়েনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠাপানির এত বড় পাঙাশ খুব কম ধরা পড়ে। অস্বাভাবিকভাবে এসব মাছ হারিয়ে যাচ্ছে। হারানো প্রজাতির নদীর পাঙাশ মাছের জন্য পদ্মা নদীতে অভয়াশ্রম করলে আগামী প্রজম্মের জন্য মাছগুলো ধরে রাখা যেত।