পুরো বিশ্ব বুঝলো। শুধু আমরাই এর কদর করলাম না। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃক করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধের পর মঙ্গলবার এমনটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমোদন তুলে নেয়।
ভারত থেকে কার্যত কূটনৈতিক শর্তের চাপ দিয়ে হাইড্রক্সিক্লোরোকুইন জোগাড় করেন ডোনাল্ড ট্রাম্প। তবে, করোনাভাইরাসের জ্বর, শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে এটি ঠিক কতটা কার্যকর তাই নিয়ে এখনও কোনও স্থির সিদ্ধান্তে পৌঁছাতে হতে পারেননি গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাই কখনও এটি ব্যবহারের অপ্রয়োজনীয়তা উল্লেখ করেছে। কখনও আবার এটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা এটি নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন মত দিয়েছেন।
সোমবার যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ কন্ট্রোল জানায়, এটি ব্যবহার করলে কোনও লাভ হবে না। বরং এটি কার্যকর এন্টিভাইরাল ওষুধ রেমডিসিভিরের কার্যকারিতা কমিয়ে দেয় । মার্কিন গবেষকরা জানায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন করোনাভাইরাসের ক্ষেত্রে কোনভাবেই উপকারি নয়। একই মত ব্রিটিশ গবেষকদেরও।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২১ লাখেরও বেশি। মারা গেছেন ১ লাখের বেশি মানুষ।