সময় সংবাদে খবর প্রচারের পর উদীয়মান ফুটবলার জাহিদ আহসান বাঁধনের মায়ের পাশে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চিকিৎসার জন্য প্রথম ধাপে তাকে দেয়া হলো ১ লাখ টাকার চেক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দুস্থ অ্যাথলিটদের প্রতি সাহায্যের এমন ধারা অব্যাহত থাকবে ভবিষ্যতেও। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঁধন।
মায়ের চিকিৎসা জন্য ঢাকা সিটি ফুটবল ক্লাব স্ট্রাইকার জাহিদ আহসান বাঁধন বলেন, আপনারা যদি দয়া করেন আমার মা’র জীবন বাঁচান তাহলে আমি আবার ফুটবল খেলতে পারবো, পারবো আমার স্বপ্ন পূরণ করতে।
আহ্বানটা ছিলো মাকে বাঁচানোর। দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত তিদনি। উদীয়মান এই ফুটবলারের আর্তি শুনে তাকে নিয়ে গেলো ২০ মে প্রতিবেদন প্রকাশ করে সময় সংবাদ। যা দৃষ্টি এড়ায়নি দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তাই তো এই ফুটবলারকে ডেকে তার মায়ের চিকিৎসার জন্য দেয়া হলো ১ লক্ষ টাকার অনুদান। প্রতিমন্ত্রী জানান সাহায্যের এমন ধারা থাকবে অব্যাহত।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমরা সবসময় অসহায়, দুস্থ ক্রীড়াবিদ ও তাদের পরিবারের পাশে আছি। আরো বেশি সংখ্যক তৃণমূল পর্যায়ে সহায়তা করার লক্ষ্যে কাজ করছি। বাঁধনের মায়ের চিকিৎসার জন্য এক লাখ টাকা দিয়েছি। ভবিষ্যতেও বাঁধনসহ সব অসহায় ক্রীড়াবিদের পাশে থাকবো।’
ক্রীড়া মন্ত্রীর এমন আন্তরিকতায় আবেগাপ্লুত বাঁধন। এবার মায়ের উন্নত চিকিৎসার কিছুটা ব্যবস্থা হওয়ায় দারুণ স্বস্তি তার চোখে মুখে। বাঁধন এখন দিন গুনছেন দ্রুততম সময়ের মধ্যে মাঠে ফেরার।
সময় টিভিকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সিটি ফুটবল ক্লাব স্ট্রাইকার জাহিদ আহসান বাঁধন বলেন, ‘সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ আমার মাকে নিয়ে একটি প্রতিবেদন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার আম্মুর চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল স্যার। চিকিৎসার জন্য আমাকে ১ লাখ টাকার চেক দিলেন নিজ হাতে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আমার মত এক অসহায় সন্তানের পাশে দাঁড়িয়েছেন। আপনার মত সকলেই যদি আমার পাশে দাঁড়ায়, যার যার অবস্থান থেকে যার যার সাধ্যমতো, ইনশাআল্লাহ আমি আমার আম্মুকে সুস্থ করে তুলব।’
চ্যাম্পিয়নশিপের দল সিটি ক্লাব এফসি ছাড়াও বাফুফের বয়সভিত্তিক দল ও ময়মনসিংহ বিভাগীয় দলে খেলেছেন বাঁধন।