মারি পরিস্থিতির জন্য শুরু থেকেই চিনকে দায়ী করে আসছেন তিনি। এ বার চিনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ইতি টানার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, করোনার জেরে চিনের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই মুহূর্তে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভাবছেন না তিনি।
শুল্ক যুদ্ধের অবসান ঘটিয়ে এ বছরের শুরুতে চিনের সঙ্গে বিশেষ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে ট্রাম্প সরকার। তার আওতায় মার্কিন বাজারে একাধিক চিনা পণ্যের উপর থেকে শুল্কের হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিনিময়ে আরও বেশি করে মার্কিন পণ্য কিনতে সম্মত হয় চিন। বছরের শেষ দিকে দুই দেশের মধ্যে এই সংক্রান্ত আরও বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল।
তাতেই চিনের উপর চটে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুধু করোনা সঙ্কট নয়, হংকংয়ের উপর জাতীয় নিরাপত্তা বিল চাপিয়ে দেওয়া, মার্কিন সাংবাদিকদের উপর নজরদারি, উইঘুর মুসলিমদের প্রতি বেজিংয়ের আচরণ এবং তিব্বতে বাহিনী বৃদ্ধি, এ সবের জেরেও চিনের সঙ্গে তিক্ততা বেড়েছে মার্কিন সরকারের।