দিনাজপুরের বিরামপুর উপজেলায় ছোট যমুনা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম যুথী আকতার (৯)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আজাদ ব্রিজের কাছ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
যুথী আকতার বিরামপুর পৌর এলাকার ইসলামপাড়া গ্রামের কবির হোসেনের মেয়ে।
জানা গেছে, যুথী আকতার মামা শাকিব হোসেনের সঙ্গে সোমবার বেলা ১১টার দিকে কৃষ্টচাঁদপুর ঘাটে শাখা যমুনা নদীতে গোসল করতে নামে। কিন্তু মামা বুঝতেই পারেনি যুথী কোথায় হারিয়ে গেল।
বিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফজাল হোসেন যুগান্তরকে বলেন, রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলের ভাটিতে আজাদ ব্রিজের কাছ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে