প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ দেখা গেছে নেদারল্যান্ডসে বেজি জাতীয় প্রাণী মিঙ্কের খামারেও। ডাচ সরকার বলছে, ১২০টি খামারের মধ্যে আটটিতে করোনা ভাইরাসের এর সংক্রমণ ঘটেছে। খবর বিবিসির।
খবরে বলা হয়, দেশটিতে সাত বছর আগে একটি আইন পাস হয়েছিল। আর সেই আইনের মাধ্যমে বেজি জাতীয় প্রাণী মিঙ্কের খামার নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২০২৩ সালে এসব খামার বন্ধ করে দেওয়ার কথা রয়েছে বলে খবরে জানানো হয়।
নেদারল্যান্ডের সরকারি একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে খামারের হাজার হাজার মিঙ্ক মেরে ফেলার পরিকল্পনা করছে ডাচ সরকার। সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলেনি সূত্রটি।
খবরে বলা হয়, অন্তত দুটো ক্ষেত্রে বেজি প্রজাতির এই প্রাণীটি থেকে মানব দেহে করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা নিশ্চিত করা গেছে।