ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

ব্যবস্থাপকসহ করোনায় সংক্রমিত ৫, ব্যাংকের কার্যক্রম বন্ধ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • ৬৭৬ পঠিত

নরসিংদীতে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হওয়ায় এবং আরও ১৫ জনের শরীরে উপসর্গ দেখা দেওয়ায় ব্যাংকটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সংক্রমণের ঝুঁকি এড়াতে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নরসিংদী শহরের প্রধান বাজারে অবস্থিত ব্যাংকটি বন্ধের ঘোষণা দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মো. শাহ আলম মিয়া।

কোভিডে সংক্রমিত ব্যক্তিরা হলেন ব্যাংকটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ইব্রাহীম ভূঁইয়া, জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার হ‌ুমায়ূন কবীর, জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবু সাঈদ এবং দুই কর্মচারী মো. সেলিম রেজা ও মো. সিরাজ। করোনা ‘পজিটিভ’ শনাক্ত হওয়ার পর থেকেই তাঁরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, ১০ জুনের পর থেকে ব্যাংকটিতে কর্মরত ২-৩ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে জ্বর, ঠান্ডা ও গলাব্যথার মতো কোভিডের উপসর্গ দেখা দেয়। তাঁরা নমুনা দেওয়ার পর ১৫ জুন মো. সিরাজ করোনা পজিটিভ হিসেবে প্রথম শনাক্ত হন। পরে ১৮ জুন করোনা পজিটিভ শনাক্ত হন ব্যাংকটির শাখা প্রধান ইব্রাহীম ভূঁইয়া ও কর্মচারী মো. সেলিম রেজা। ১৯ জুন ব্যাংকটির জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার হ‌ুমায়ূন কবীর ও জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবু সাঈদও করোনায় সংক্রমিত বলে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে।

একের পর এক কর্মী সংক্রমিত হওয়ার খবরে পুরো শাখাজুড়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে আজ পর্যন্ত আরও ১৫ জনের শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছে। তাঁরাও এরই মধ্যে করোনা পরীক্ষা করাতে নমুনা দিয়েছেন। তবে ফলাফল এখনো আসেনি।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মো. শাহ আলম মিয়া জানান, পাঁচজন কর্মী করোনা পজিটিভ শনাক্তের পাশাপাশি আরও ১৫ জনের শরীরে উপসর্গ দেখা দেওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকটির এই শাখার সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ব্যবস্থাপকসহ করোনায় সংক্রমিত ৫, ব্যাংকের কার্যক্রম বন্ধ

প্রকাশিত : ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

নরসিংদীতে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হওয়ায় এবং আরও ১৫ জনের শরীরে উপসর্গ দেখা দেওয়ায় ব্যাংকটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সংক্রমণের ঝুঁকি এড়াতে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নরসিংদী শহরের প্রধান বাজারে অবস্থিত ব্যাংকটি বন্ধের ঘোষণা দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মো. শাহ আলম মিয়া।

কোভিডে সংক্রমিত ব্যক্তিরা হলেন ব্যাংকটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ইব্রাহীম ভূঁইয়া, জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার হ‌ুমায়ূন কবীর, জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবু সাঈদ এবং দুই কর্মচারী মো. সেলিম রেজা ও মো. সিরাজ। করোনা ‘পজিটিভ’ শনাক্ত হওয়ার পর থেকেই তাঁরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, ১০ জুনের পর থেকে ব্যাংকটিতে কর্মরত ২-৩ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে জ্বর, ঠান্ডা ও গলাব্যথার মতো কোভিডের উপসর্গ দেখা দেয়। তাঁরা নমুনা দেওয়ার পর ১৫ জুন মো. সিরাজ করোনা পজিটিভ হিসেবে প্রথম শনাক্ত হন। পরে ১৮ জুন করোনা পজিটিভ শনাক্ত হন ব্যাংকটির শাখা প্রধান ইব্রাহীম ভূঁইয়া ও কর্মচারী মো. সেলিম রেজা। ১৯ জুন ব্যাংকটির জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার হ‌ুমায়ূন কবীর ও জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবু সাঈদও করোনায় সংক্রমিত বলে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে।

একের পর এক কর্মী সংক্রমিত হওয়ার খবরে পুরো শাখাজুড়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে আজ পর্যন্ত আরও ১৫ জনের শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছে। তাঁরাও এরই মধ্যে করোনা পরীক্ষা করাতে নমুনা দিয়েছেন। তবে ফলাফল এখনো আসেনি।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মো. শাহ আলম মিয়া জানান, পাঁচজন কর্মী করোনা পজিটিভ শনাক্তের পাশাপাশি আরও ১৫ জনের শরীরে উপসর্গ দেখা দেওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকটির এই শাখার সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।