দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘ভি ১৯’ এনেছে ভিভো। ফোনটিতে রয়েছে ডুয়েল আইভিউ সেলফি ক্যামেরা। ছয় ক্যামেরার ফোনটিতে রয়েছে সুপার নাইট মোড, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা, পোজ মাস্টার ও মুভি মোডের মতো ক্যামেরাপ্রযুক্তি।
ভিভোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ দশমিক ৪৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ‘ভি ১৯’ ফোনটিতে ৮ জিবি র্যাম, রম ১২৮ জিবি, ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট, পেছনের চারটি ক্যামেরা যথাক্রমে ৪৮ এমপির প্রাইমারি সেন্সর, ৮ এমপির আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, ২ এমপির ম্যাক্রো ও ২ এমপির ডেপথ সেন্সর রয়েছে।
ভিভো বাংলাদেশ জানায়, ভি১৯ ফোনটি বাজারে আনার মাধ্যমে ক্যামেরাপ্রযুক্তির দিক থেকে ভিভো আরেক ধাপ এগিয়ে গেছে। প্রায় সব ক্যামেরাপ্রযুক্তি যুক্ত করা হয়েছে ফোনটিতে। এই ফোনের গ্রাহকেরা ছবি তোলার অন্য রকম অভিজ্ঞতা পাবেন। ফোনটির দাম ৩৫ হাজার ৯৯০ টাকা।