মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার পৌরসভার গোলাবাড়ি এলাকায় তার মৃত্যু হয়।
মৃত ব্যবসায়ীর নাম কবির কাজী (৬০)। তিনি একই এলাকার বাসিন্দা। কবির কাজী দীর্ঘদিন ধরে শহরের ইটেরপুল বাজারে মুরগির ব্যবসা করতেন।
কবির কাজীর ভায়রা ইলিয়াস বেপারি বলেন, কবির গত সাত দিন ধরে জ্বরে ভুগছিলেন। চিকিৎসক দেখানো হলে তারা বলেছেন, কবিরের টাইফয়েট হয়েছে। ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবেন। এর পরও আমরা তাকে সোমবার সদর হাসপাতালে নিয়ে করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে আসি। তবে ভোরে তিনি মারা যান।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, গোলাবাড়ি এলাকার এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের ওই বাড়িতে পাঠিয়েছি।
এ ছাড়া প্রশাসনের লোকজন এবং পৌরসভার মেয়র ওই বাড়িতে গিয়েছিলেন। বাড়িটি লকডাউন করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে মিলগেট পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। মারা যাওয়া ব্যক্তির করোনা টেস্টের জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।