মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ বিশেষ অভিযানে ৩২ লাখ ১৭ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জালসহ এক জনকে আটক করেছে।
সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, অবৈধ কারেন্ট জাল, মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার ভোরে সদর থানা পুলিশ বিশেষ অভিযানে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর গ্রামে সোহেল শেখের বাড়ি থেকে অবৈধ ওইসব কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে আনোয়ার আলী শেখের ছেলে সোহেল শেখকে আটক করা হয়।বাড়িতে অবৈধ মনোফিলামেন্ট কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।