হাসপাতালের ওয়ার্ডগুলো লাশে লাশে ভরে উঠেছে। শয্যা খালি না থাকায় রোগীদের মেঝেতে ঘুমাতে বলা হচ্ছে।
চিকিৎসা না পেয়ে মারা গেছেন মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত এক নারী। কারণ ভাইরাস মুক্ত প্রমাণ দেখাতে না পারায় তাকে চিকিৎসা দেওয়া হয়নি।
ওপরের চিত্রটি মুম্বাইয়ের করোনা হাসপাতালগুলোর। সেখানে হাসপাতালের কর্মীরা ২৪ ঘণ্টা রোগীদের সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ায় জনবলের অভাবে অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।
ভারতে ভয়াবহ আকারে করোনা সংক্রমণ শুরু হওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার অবস্থা হয়েছে।
মুম্বাইয়ের সরকারি কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের আবাসিক চিকিৎসক সাদ আহমেদ বলেন, ‘আমরা প্রতিদিন নতুন ওয়ার্ড খুলছি। কিন্তু দিনের শেষে কোভিড-১৯ রোগী দিয়ে সেগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। বর্তমানে এটা অত্যন্ত খারাপ অবস্থা।’
দুই মাসের দীর্ঘ লকডাউন সত্ত্বেও ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে করোনার ভয়াবহ আকার নিয়েছে। দেশটির মোট করোনা রোগীর এক চতুর্থাংশই এখন মুম্বাইয়ে।
পুরো ভারতে এক লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫ হাজারের বেশি।
করোনা মহামারির ভয়াবহ কেন্দ্র নিউইয়র্ক এবং ইউরোপ হলেও বর্তমানে তা ঘুরছে ব্রাজিল এবং ভারতের দিকে।
কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের নার্স মাধুরী রামদাস গৈকার বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে লাশের স্তূপ হয়েছে। ভাইরাসটির কারণে চারপাশে ভীতিকর পরিবেশ বিরাজ করছে।
লাশগুলো কেউ নিতে না চাওয়ায় এমন হচ্ছে বলে জানান এই নার্স