হবিগঞ্জের মাধবপুরে যুবকের বিষপানের খবর পেয়ে তরুণী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবককে।
রোববার বিকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নায়ায়ণপুর গ্রাম থেকে আনছর আলীর মেয়ে পোশাক শ্রমিক কুলসুমা বেগমের (১৭) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ।
আনছর আলী জানান, তার মেয়ে নয়াপাড়ার একটি পোশাক কারখানার শ্রমিক। কারখানায় শ্রমিক পূর্ব ভেংগাডোবা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে হৃদয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। হৃদয় কুলসুমাকে বিয়ে করতে চায়। এর মধ্যে কুলসুমা জানতে পারে হৃদয় আগে একটি বিয়ে করেছে।
এর পর থেকেই কুলসুমা হৃদয়কে এড়িয়ে চলতে থাকে। এতে অভিমান করে শনিবার সকালে হৃদয় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর পাওয়ার পর রোববার দুপুরে নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কুলসুমা।
মাধবপুর থানার এসআই মাহবুব রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন