একদিনে নতুন ২৫৩ জনের শনাক্ত নিয়ে রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৪০ জনে। এ বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের।
রবিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য জানান, রবিবার ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়ায় ৭৩১, জয়পুরহাটে ২১৪, নওগাঁয় ১৫৯, সিরাজগঞ্জে ১০৮, রাজশাহীতে ৭৫, পাবনায় ১২৯, নাটোরে ৬৬ ও চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জন। মৃতদের মধ্যে বগুড়ায় ছয়, রাজশাহীতে তিন, নওগাঁয় দুই, সিরাজগঞ্জে দুই, পাবনায় দুই ও নাটোরে একজন। এ পর্যন্ত করোনা জয় করেছেন ৩০৪ জন। এরমধ্যে ৯১ জন নওগাঁর বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে ৮৬, বগুড়ায় ৫৯, সিরাজগঞ্জে ১৬, রাজশাহীতে ১৩, চাঁপাইনবাবগঞ্জে ১৫, নাটোরে ১৬ ও পাবনায় আটজন সুস্থ হয়েছেন।
এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩২৩ জন। এ সংখ্যা জয়পুরহাটে ১৮১, বগুড়ায় ৯৯, রাজশাহীতে ২২, চাঁপাইনবাবগঞ্জে আট, নওগাঁয় সাত, সিরাজগঞ্জে তিন ও পাবনায় তিনজন