লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে নাইমা আক্তার (৬) ও নুহা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ডাক্তার গ্রামে এ ঘটনা ঘটে।
নাইমা আক্তার ওই এলাকার করিম পাটোয়ারী বাড়ির দিন মজুর মো. সিরাজের মেয়ে এবং নুহা একই বাড়ির অটোচালক আলাউদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের অজান্তে প্রতিবেশী মোসলেহ উদ্দিন ব্যাপারী বাড়ির পুকুরে পড়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।