বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভক্ত ক্রিকেটার সাইফউদ্দিন। তিনি নিজেও একজন প্রতিশ্রুতিময় অলরাউন্ডার।
যে কারণে এখন ৭৪ নম্বর জার্সিতে মাঠে নামেন এই পেস বোলিং অলরাউন্ডার।
এবার গুরু সাকিবকে এক চ্যালেঞ্জই দিয়ে বসলেন সাইফউদ্দিন।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে মাঠে বল গড়ালে সাকিব আল হাসানের সঙ্গে মুখোমুখি চ্যালেঞ্জ খেলতে চান জাতীয় দলের এই তরুণ তুর্কি।
আর সাকিব তার প্রস্তার সানন্দে গ্রহণও করেছেন।
কি সেই চ্যালেঞ্জ তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন সাইফউদ্দিন। শতাব্দির দ্বিতীয় সেরা ক্রিকেটারের বিপক্ষে চ্যালেঞ্জে জয়ী হতে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
নিজের ফেসবুক পেজে সাইফউদ্দিন লিখেছেন, ‘আজকে সাকিব ভাই কে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবে এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। মজার বিষয় হলো, সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। যদিও সাকিব ভাইয়ের সমর্থক অনেক বেশি, তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি । করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করব ইনশাআল্লাহ।’