সিলেটে শিশু অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর সদস্যরা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির শাহপরাণ থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে এসএমপি’র কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা হয়েছে।তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।