সিলেট বিভাগে আরও ৯৫ জন কোভিড-১৯–এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ১৫৩ জন।
গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে আক্রান্তের ওই তথ্য পাওয়া যায়। এই ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন ১০৩ জন।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেটের ৭০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জের ২৪ জনের আক্রান্ত হওয়ার প্রতিবেদন আসে। ঢাকার পরীক্ষাগার থেকে হবিগঞ্জ জেলার একজনের করোনা শনাক্ত করা হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে মোট আক্রান্ত ব্যক্তির মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২৫০ জন। এর মধ্যে মারা গেছেন ৫৫ জন, সুস্থ হয়েছেন ৩৪৫ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ৯৫১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৪ জন, মারা গেছেন ৫ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৫৩৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৯১ জন এবং মারা গেছেন ৫ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৪১৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৩ জন এবং মারা গেছেন ৪ জন।