সিলেট বিভাগে আরও ৬০ জন কোভিড-১৯-এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় তাঁদের করোনার সংক্রমণ শনাক্ত হয়।
আক্রান্ত ব্যক্তিরা সিলেট ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা ৫ হাজার ১০০। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ৭৩ জন।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে এ পর্যন্ত সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ জন, সুস্থ হয়েছেন ৫১৩ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬১০ জন এবং মারা গেছেন ৭ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৭৫৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৮ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৭ জন এবং মারা গেছেন ৫ জন।