পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
যদিও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক পারাপার বন্ধ রয়েছে। তবে এ সময় ভারত-বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টধারী যাত্রী নিজ দেশে গমনাগমন করতে পারবে।
এদিকে সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থলশুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
৫ আগস্ট থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, আখাউড়া-আগরতলা স্থলবন্দর আমদানি-রফতানিকারক ব্যবসায়ী নেতারা ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
৫ আগস্ট থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তপথে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা মো. আবদুর হামিদ যুগান্তরকে জানান, দুদেশের বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টের যাত্রী গমনাগমন করতে পারবে।