ঢাকা , বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ‘শরীফ থেকে শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়

কঙ্গনা আর অনুরাগ কশ্যপের তর্কযুদ্ধ চলছেই

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ৮১৬ পঠিত

গত রোববার স্বজনপ্রীতি নিয়ে কঙ্গনা রনৌতের একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে প্রকাশিত হয়। বলিউড থেকে স্বজনপ্রীতি ঝেঁটিয়ে বিদায় করতে কঙ্গনার লড়াইয়ের কথা কে না জানে! সেই সাক্ষাৎকারে শুরু। টুইটার এই কদিনে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেই যুদ্ধে ‘বিতর্কের রানী’ কঙ্গনা একাই ১০০। আর অন্য দলে রয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর আর পরিচালক অনুরাগ কশ্যপ। তিনজনে মিলেও সামাল দিতে হিমশিম খাচ্ছেন একা কঙ্গনার রোষ আর কথার বাণ।

সাক্ষাৎকারে কঙ্গনা তাপসী পান্নু আর স্বরা ভাস্করকে বি গ্রেডের অভিনয়শিল্পী বলেছেন। আহত তাপসী পান্নু লিখেছনে, ‘আমিও নগ্ন স্বজনপ্রীতির শিকার হয়েছি। কঙ্গনা যে বিষয়ে কথা বলছে, আমি তাঁর সঙ্গে সম্পূর্ণ একমত। এমন অসংখ্যবার হয়েছে, যে কথাবার্তা চূড়ান্ত, সব ঠিক। কিন্তু ছবিটা শেষমেশ করেছে প্রতিষ্ঠিত তারকার সন্তান বা সে রকমই অন্য কেউ। কিন্তু কঙ্গনা যেভাবে হিংস্র ব্যক্তিগত আক্রমণ করছে, তা ওই সব অন্যায়ের চেয়ে কোনো অংশে কম নয়।’ ১০ বছর আগে দেওয়া সাক্ষাৎকারের কথা মনে করিয়ে দিয়ে স্বরা বলেন, ‘তখন তো বলেছিলেন, নেপোটিজম চাকরিতে কোটাব্যবস্থার মতো, ছিল, আছে, থাকবে। এখন আবার অন্য কথা বলেন! কখন যে কী বলেন!’

কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম

 

 

 

 

 

 

 

 

 

 

কে জানে, রাজনৈতিক মতাদর্শ বদলে যাওয়ার কারণেই কঙ্গনা আর অনুরাগের দুটি রাস্তা দুই দিকে বেঁকে গেছে কি না। তবে কঙ্গনাও ছেড়ে কথা বলেননি। ব্যক্তিগত আক্রমণের তির ছুড়ে দিয়েছেন অনুরাগের দিকে। বলেছেন, ‘নিজের স্ত্রীকে সামলে রাখতে পারেনি, আবার আমাকে উপদেশ দিতে আসে। আর তাঁদের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়া, এখন পর্যন্ত একমাত্র হিট ছবি “কুইন”। তাই আমার যদি কৃতজ্ঞ থাকতে হয়, একই কারণে তাঁদেরও আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত।’

গতকাল বুধবার এর উত্তরে আনুরাগ বলেছেন, ‘স্ত্রীকে সামলে রাখতে হয় না। সে নিজেই নিজেকে সামলে রাখতে জানে। ওর (কালকি কোয়েচলিন) মনে হয়েছিল, আমার সঙ্গে ছিল। ওর যখন ইচ্ছা হয়েছে, চলে গেছে। ও আমার কেনা গোলাম নয় যে ওকে বেঁধে রাখব। ও স্বাধীন। যা ভালো মনে করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে। আমি ওর সিদ্ধান্তকে সম্মান করি।’

Tag :
জনপ্রিয়

রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন

কঙ্গনা আর অনুরাগ কশ্যপের তর্কযুদ্ধ চলছেই

প্রকাশিত : ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

গত রোববার স্বজনপ্রীতি নিয়ে কঙ্গনা রনৌতের একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে প্রকাশিত হয়। বলিউড থেকে স্বজনপ্রীতি ঝেঁটিয়ে বিদায় করতে কঙ্গনার লড়াইয়ের কথা কে না জানে! সেই সাক্ষাৎকারে শুরু। টুইটার এই কদিনে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেই যুদ্ধে ‘বিতর্কের রানী’ কঙ্গনা একাই ১০০। আর অন্য দলে রয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর আর পরিচালক অনুরাগ কশ্যপ। তিনজনে মিলেও সামাল দিতে হিমশিম খাচ্ছেন একা কঙ্গনার রোষ আর কথার বাণ।

সাক্ষাৎকারে কঙ্গনা তাপসী পান্নু আর স্বরা ভাস্করকে বি গ্রেডের অভিনয়শিল্পী বলেছেন। আহত তাপসী পান্নু লিখেছনে, ‘আমিও নগ্ন স্বজনপ্রীতির শিকার হয়েছি। কঙ্গনা যে বিষয়ে কথা বলছে, আমি তাঁর সঙ্গে সম্পূর্ণ একমত। এমন অসংখ্যবার হয়েছে, যে কথাবার্তা চূড়ান্ত, সব ঠিক। কিন্তু ছবিটা শেষমেশ করেছে প্রতিষ্ঠিত তারকার সন্তান বা সে রকমই অন্য কেউ। কিন্তু কঙ্গনা যেভাবে হিংস্র ব্যক্তিগত আক্রমণ করছে, তা ওই সব অন্যায়ের চেয়ে কোনো অংশে কম নয়।’ ১০ বছর আগে দেওয়া সাক্ষাৎকারের কথা মনে করিয়ে দিয়ে স্বরা বলেন, ‘তখন তো বলেছিলেন, নেপোটিজম চাকরিতে কোটাব্যবস্থার মতো, ছিল, আছে, থাকবে। এখন আবার অন্য কথা বলেন! কখন যে কী বলেন!’

কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম

 

 

 

 

 

 

 

 

 

 

কে জানে, রাজনৈতিক মতাদর্শ বদলে যাওয়ার কারণেই কঙ্গনা আর অনুরাগের দুটি রাস্তা দুই দিকে বেঁকে গেছে কি না। তবে কঙ্গনাও ছেড়ে কথা বলেননি। ব্যক্তিগত আক্রমণের তির ছুড়ে দিয়েছেন অনুরাগের দিকে। বলেছেন, ‘নিজের স্ত্রীকে সামলে রাখতে পারেনি, আবার আমাকে উপদেশ দিতে আসে। আর তাঁদের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়া, এখন পর্যন্ত একমাত্র হিট ছবি “কুইন”। তাই আমার যদি কৃতজ্ঞ থাকতে হয়, একই কারণে তাঁদেরও আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত।’

গতকাল বুধবার এর উত্তরে আনুরাগ বলেছেন, ‘স্ত্রীকে সামলে রাখতে হয় না। সে নিজেই নিজেকে সামলে রাখতে জানে। ওর (কালকি কোয়েচলিন) মনে হয়েছিল, আমার সঙ্গে ছিল। ওর যখন ইচ্ছা হয়েছে, চলে গেছে। ও আমার কেনা গোলাম নয় যে ওকে বেঁধে রাখব। ও স্বাধীন। যা ভালো মনে করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে। আমি ওর সিদ্ধান্তকে সম্মান করি।’