ঢাকা , বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ‘শরীফ থেকে শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ব্যবসায়ীর লাশ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ৮৭৬ পঠিত

জয়পুরহাট শহরে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জেলা শহরের গুলশান মোড় এলাকার একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম (৫২)। তিনি গুলশান মোড় এলাকার কাবাজ উদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহিদুল ইসলামের জয়পুরহাট শহরের মাছুয়া বাজারে হোটেল রয়েছে। তিনি ২১ জুলাই রাতে হোটেল বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। ওই রাতে ও পরদিন পরিবারের লোকজন ও স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির পাশের একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর পাঠান। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান প্রথম আলোকে বলেন, হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম অসুস্থ ছিলেন। বাড়িতে ফেরার পথে পুকুরের পানিতে পড়ে তিনি আর উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয়

রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ব্যবসায়ীর লাশ

প্রকাশিত : ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

জয়পুরহাট শহরে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জেলা শহরের গুলশান মোড় এলাকার একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম (৫২)। তিনি গুলশান মোড় এলাকার কাবাজ উদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহিদুল ইসলামের জয়পুরহাট শহরের মাছুয়া বাজারে হোটেল রয়েছে। তিনি ২১ জুলাই রাতে হোটেল বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। ওই রাতে ও পরদিন পরিবারের লোকজন ও স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির পাশের একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর পাঠান। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান প্রথম আলোকে বলেন, হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম অসুস্থ ছিলেন। বাড়িতে ফেরার পথে পুকুরের পানিতে পড়ে তিনি আর উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।