ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ‘শরীফ থেকে শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়

হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • ৭৯১ পঠিত

নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামে নন্দকুঁজা নদীকে ঘিরে হাঁসের খামার গড়েছিলেন কাজী আতহার হোসন। হাঁসের সংখ্যা ১২৮টি। এসব হাঁসের ডিম বিক্রির টাকায় চলত তাঁর সংসার। কিন্তু কে বা কারা যেন বিষ খাইয়ে খামারের হাঁসগুলো মেরে ফেলেছেন।

এ ঘটনায় প্রতিবেশী আয়নাল হোসেন ও ইমরান হোসেন নামের দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়েছেন খামারের মালিক কাজী আতহার হোসেন। তবে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, হয়রানি করতে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

আতহার হোসেন অভিযোগ করেন, গতকাল শুক্রবার দুপুরে তাঁর হাঁসের দল আয়নাল হোসেন ও ইমরান হোসেনের নদী–সংলগ্ন বাঁশ বাগানে আশ্রয় নিয়েছিল। দুপুরের খাবার খেয়ে ফিরে এসে তিনি দেখেন, হাঁসগুলো সেখানে নেই। মরা হাঁসগুলো ভাসছে নন্দকুঁজা নদীর পানিতে। তিনি বলেন, ঋণ করে হাঁসের খামারটি করেছিলেন। তিনি দিনে ১২০০ টাকার ডিম বিক্রি করতেন। এতে স্বচ্ছলতা এসেছিল তাঁর পরিবারে। তাঁর সব শেষ।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয়

রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন

হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা

প্রকাশিত : ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামে নন্দকুঁজা নদীকে ঘিরে হাঁসের খামার গড়েছিলেন কাজী আতহার হোসন। হাঁসের সংখ্যা ১২৮টি। এসব হাঁসের ডিম বিক্রির টাকায় চলত তাঁর সংসার। কিন্তু কে বা কারা যেন বিষ খাইয়ে খামারের হাঁসগুলো মেরে ফেলেছেন।

এ ঘটনায় প্রতিবেশী আয়নাল হোসেন ও ইমরান হোসেন নামের দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়েছেন খামারের মালিক কাজী আতহার হোসেন। তবে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, হয়রানি করতে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

আতহার হোসেন অভিযোগ করেন, গতকাল শুক্রবার দুপুরে তাঁর হাঁসের দল আয়নাল হোসেন ও ইমরান হোসেনের নদী–সংলগ্ন বাঁশ বাগানে আশ্রয় নিয়েছিল। দুপুরের খাবার খেয়ে ফিরে এসে তিনি দেখেন, হাঁসগুলো সেখানে নেই। মরা হাঁসগুলো ভাসছে নন্দকুঁজা নদীর পানিতে। তিনি বলেন, ঋণ করে হাঁসের খামারটি করেছিলেন। তিনি দিনে ১২০০ টাকার ডিম বিক্রি করতেন। এতে স্বচ্ছলতা এসেছিল তাঁর পরিবারে। তাঁর সব শেষ।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।