ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ‘শরীফ থেকে শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়

৫০০ শনাক্ত ৪০ দিনে, পরের ১ হাজার মাত্র ১৬ দিনে

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • ৭৯৭ পঠিত

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ২৫৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনার সংক্রমণ নিয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে বিভাগে এখন কোভিড-১৯ রোগী এক হাজার ৫৪০ জন। সব মিলিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে ১৬ জন মারা গেছেন। রোববার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে রাজশাহী জেলার পুঠিয়ায় গত ১২ এপ্রিল প্রথম কোভিডে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। ২৯ এপ্রিল বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়ায়। গত ২১ মে ৪০ তম দিনে বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫০০ ছাড়ায়। সংখ্যাটা এক হাজারের কোটায় পৌঁছাতে সময় লাগে ১১ দিন। ২ জুন সেই মাইলফলক অতিক্রমের পর সংখ্যাটা দেড় হাজার ছাড়াল ৬ জুন। অর্থাৎ গত ১৬ দিনে বিভাগে এক হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যেগত চার দিনেই পাঁচ শতাধিক ব্যক্তির দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, বিভাগের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি বগুড়ায়। সেখানে এ পর্যন্ত ৭৩১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর বাইরে জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৫৯ জন, সিরাজগঞ্জে ১০৮ জন, রাজশাহীতে ৭৫ জন, পাবনায় ১২৯ জন, নাটোরে ৬৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমিত হয়ে রাজশাহী বিভাগে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ায় ছয়জন, রাজশাহীতে তিনজন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দুজন, পাবনায় দুজন এবং নাটোরের একজন। বিভাগে এ পর্যন্ত করোনা-জয় করেছেন ৩০৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ৯১ জন নওগাঁ জেলার। এ ছাড়া জয়পুরহাটে ৮৬ জন, বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ১৬ জন, রাজশাহীতে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নাটোরে ১৬ জন এবং পাবনায় আটজন করোনামুক্ত হয়েছেন।

গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, বর্তমানে রাজশাহীতে দুইটি, বগুড়ায় দুইটি, সিরাজগঞ্জে একটি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষা করা হচ্ছে। অতিরিক্ত নমুনা ঢাকায় পাঠিয়েও পরীক্ষা করা হচ্ছে। এ কারণে শনাক্তের সংখ্যা বাড়ছে। খুব শিগগির রাজশাহী বিভাগের আরও কিছু ল্যাব চালুর প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয়

রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন

৫০০ শনাক্ত ৪০ দিনে, পরের ১ হাজার মাত্র ১৬ দিনে

প্রকাশিত : ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ২৫৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনার সংক্রমণ নিয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে বিভাগে এখন কোভিড-১৯ রোগী এক হাজার ৫৪০ জন। সব মিলিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে ১৬ জন মারা গেছেন। রোববার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে রাজশাহী জেলার পুঠিয়ায় গত ১২ এপ্রিল প্রথম কোভিডে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। ২৯ এপ্রিল বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়ায়। গত ২১ মে ৪০ তম দিনে বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫০০ ছাড়ায়। সংখ্যাটা এক হাজারের কোটায় পৌঁছাতে সময় লাগে ১১ দিন। ২ জুন সেই মাইলফলক অতিক্রমের পর সংখ্যাটা দেড় হাজার ছাড়াল ৬ জুন। অর্থাৎ গত ১৬ দিনে বিভাগে এক হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যেগত চার দিনেই পাঁচ শতাধিক ব্যক্তির দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, বিভাগের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি বগুড়ায়। সেখানে এ পর্যন্ত ৭৩১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর বাইরে জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৫৯ জন, সিরাজগঞ্জে ১০৮ জন, রাজশাহীতে ৭৫ জন, পাবনায় ১২৯ জন, নাটোরে ৬৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমিত হয়ে রাজশাহী বিভাগে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ায় ছয়জন, রাজশাহীতে তিনজন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দুজন, পাবনায় দুজন এবং নাটোরের একজন। বিভাগে এ পর্যন্ত করোনা-জয় করেছেন ৩০৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ৯১ জন নওগাঁ জেলার। এ ছাড়া জয়পুরহাটে ৮৬ জন, বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ১৬ জন, রাজশাহীতে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নাটোরে ১৬ জন এবং পাবনায় আটজন করোনামুক্ত হয়েছেন।

গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, বর্তমানে রাজশাহীতে দুইটি, বগুড়ায় দুইটি, সিরাজগঞ্জে একটি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষা করা হচ্ছে। অতিরিক্ত নমুনা ঢাকায় পাঠিয়েও পরীক্ষা করা হচ্ছে। এ কারণে শনাক্তের সংখ্যা বাড়ছে। খুব শিগগির রাজশাহী বিভাগের আরও কিছু ল্যাব চালুর প্রক্রিয়া চলছে।